ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্কুল ড্রেসে বাইরে ঘোরাফেরা করলে ধরে নেবে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
স্কুল ড্রেসে বাইরে ঘোরাফেরা করলে ধরে নেবে পুলিশ

ঢাকা: উত্তরা এলাকায় স্কুল চলাকালে কোনো ছাত্র-ছাত্রী যদি স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বাইরে ঘোরাফেরা করে তবে তাদের ধরে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

বিধান ত্রিপুরা জানান, উত্তরা জোনে ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলে দ্বন্দ্বে জড়াচ্ছে কিশোরেরা।

এই ফেসবুক দ্বন্দ্বের কারণেই খুন হতে হয়েছে কিশোর আদনানকে। নাইন স্টার নামে একটি গ্রুপের অনিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ডিসকো ভয়েজ উত্তরা গ্রুপ। সেই দ্বন্দ্বের জেরেই খুন হয় আদনান।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, উত্তরা জোনে স্কুল চলাকালে কোনো ছাত্র-ছাত্রী যদি স্কুল ড্রেস পরে স্কুলের বাইরে ঘোরাফেরা করে তাহলে তাদের ধরে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে পুলিশ। ওই ছাত্রছাত্রীদের অবিভাবক ও স্কুল কতৃপক্ষের প্রতিনিধি ছাড়া অন্য কারো কাছে হস্তান্তর করা হবে না।

আদনান হত্যা মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রিমান্ডে রয়েছে তিনজন। পাঁচ আসামি পলাতক রয়েছে। পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান বিধান ত্রিপুরা।

গত ৬ জানুয়ারি উত্তরায় কিশোরদের এলাকাভিত্তিক গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই খুন হয় আদনান কবীর নামে ওই কিশোর। নিহত আদনান উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
 
উত্তরা এলাকায় ‘নাইন স্টার’ আর ‘ডিস্কো বয়েজ’ ছাড়াও কিশোরদের আরও বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে ফেসবুক লাইভ ভিডিওতে হুমকি দেওয়া হয় আদনানকে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএটি/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।