মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
আব্দুল বাতেন জানান, আটককৃতরা অ্যাপস ব্যবহার করে মেসেঞ্জারে গ্রুপ খুলে প্রশ্নপত্র ফাঁস করতেন।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের বেশির ভাগ টাকাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদের করা হতো। আটকদের প্রকাশিত প্রশ্নপত্রের মধ্যে অনেক প্রম্নে মিল পাওয়া গেছে। এই চক্রের ফয়সালকে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁসে জড়িত অন্যদেরও আটক করা হয়।
ডিএমপির এই যুগ্ম-কমিশনার আরও বলেন, আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এর আগে প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে ছয়জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তরা বিভাগ)।
আটকরা হলেন- ফয়সালুর রহমান, রাজু আহমেদ, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম।
আটকদের কাছ থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ও মোবাইল সিমকার্ড জব্দ করা হয়।
**এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৬
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএটি/এএটি/এমজেএফ