ঢাকা: নারায়ণগঞ্জের পাগলা রেলস্টেশনের পাশে ক্রিকেট খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন কবির (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুনের বড় বোন বৃষ্টি আক্তার বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জের পাগলা বৌ বাজার এলাকায় ক্রিকেট খেলছিল হুমায়ুন।
এ সময় ল্যামপোস্টের সঙ্গে থাকা ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। এতে হুমায়ুন দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, হুমায়ুনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/আরআইএস/পিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।