তিনি পাবনার হেমায়েতপুর বেতেপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহত আবু মূসা পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার জেএমবির প্রধান সমন্বয়কারী ছিলেন।
তিনি ২০১৬ সালের ২০ মে কুষ্টিয়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক সানাউল্লাহ ও একই বছরের ৫ জুন নাটোরের বনপাড়ায় খ্রিস্টান সুনীল হত্যা মামলার আসামি ছিলেন। এছাড়াও ঢাকার গুলশানের হলি আর্টিজান মামলারও অন্যতম আসামি আবু মূসা।
ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় গ্রেফতার শীর্ষ জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীরর সেকেন্ড-ইন-কমাণ্ড ছিলেন তিনি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে এসব তথ্য জানান।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির চার জেলার প্রধান সমন্বয়কারী আবু মূসা নিহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে গুরুতর আহত হন জেএমবির এই প্রধান সমন্বয়কারী। পরে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিলে চিকিৎসাধীন অবস্থায় আবু মূসা মারা যান।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭/আপডেট: ১৫৫৩ ঘণ্টা
এমবিএইচ/এএটি/এমজেএফ