ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বাগাতিপাড়ায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় কুতুব উদ্দিন (৪৬) নামে দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কুতুব উদ্দিন উপজেলার মিশ্রিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
 
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৬ সালে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুতুব উদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠান বিচারক।


 
পরে জামিনে মুক্তি পেয়ে আর আদালতে হাজিরা দেননি তিনি। এতে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
 
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মিশ্রিপাড়া গ্রাম থেকে কুতুব উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।