গ্রেফতারকৃত কুতুব উদ্দিন উপজেলার মিশ্রিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৬ সালে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুতুব উদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠান বিচারক।
পরে জামিনে মুক্তি পেয়ে আর আদালতে হাজিরা দেননি তিনি। এতে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মিশ্রিপাড়া গ্রাম থেকে কুতুব উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএ