মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কোস্টগার্ড সদরদপ্তরে ২২তম কোস্টগার্ড দিবসে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ সময় বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা)- এই চার শাখায় পদক ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোস্টগার্ড এখন আধুনিক সরঞ্জামে সম্পূর্ণ শক্তিশালী একটি বাহিনী, সাম্প্রতিক দু’টি বড় সমুদ্রগামী জাহাজ যুক্ত হয়েছে। যার ফলে আপনাদের হাতে সমুদ্র নিরাপদ থাকবে- এ বিশ্বাস সরকারের আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের শতকরা ৯৪ শতাংশ আমদানি-রপ্তানি সমুদ্রপথেই হয়। তাই সমুদ্রের চোরাচালান দমন, বনদস্যুর হাত থেকে দেশি-বিদেশি জাহাজ রক্ষা করা আমাদের অঙ্গীকার।
এ বছর বাংলাদেশ কোস্টগার্ড পদক পেয়েছেন নয়জন। তারা হলেন- নৌ-বাহিনীর প্রধান, অ্যাডমিরাল ক্যাপ্টেন মোহাম্মাদ নিজামউদ্দিন আহমেদ, কমান্ডার আবু তাহের মোহাম্মাদ রেজাউল হাসান (সি) পিসিজি এমএসবিএন, লে. সৈয়দ আব্দুর রউফ, (এক্স), পিসিজিএম, বিএনভিআর, লে. এম আতাউর রহমান মৃধা, (এসডি) (কম) বিএন, লে. মোহাম্মাদ নাজিউর রহমান (এক্স) বিএন, এম এ আক্তার এসসিপিও (কম), এম আব্দুর আলীম সিপিও, এম আমিনুল হক পিও, আবু তাহের, পিওআরএস (জি)।
এছাড়াও প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক পেয়েছেন ১৩ জন, নাবিক পেয়েছেন ১৩টি, বেসকারি ২ কর্মচারী।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন- ড. কামাল উদ্দিন আহমেদ, সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, নৌ-বাহিনীর প্রধান, অ্যাডমিরাল ক্যাপ্টেন মোহাম্মাদ নিজামউদ্দিন আহমেদ (ট্যাজ), বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসটি/এসআরএস/এএ