জানা যায়, ১২-১৩ বছর আগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার গোপাল বাবুর মেয়ে আশার সঙ্গে সৈয়দপুর শহরের সজন আগরওয়ালার ছেলে বাবলী আগরওয়ালার বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।
নিহত আশার বড় ভাই দিলীপ সিংহানিয়া বাংলানিউজকে জানান, দাম্পত্য কলহের জের ধরে সোমবার দিনগত রাতের কোনো এক সময় আশাকে তার স্বামী হত্যা করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তাজউদ্দিন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বাবলী আগরওয়ালাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি/এসআই