ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৮৬ জনকে জরিমানা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৮৬ জনকে জরিমানা   ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৮৬ জনকে জরিমানা  

ঢাকা: ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৮৬ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মোট ৪ হাজার ২৩০ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ট্রাফিক সিগন্যাল পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ট্রাফিক পুলিশের সদস্যরা কাকলী মোড়ে জনসাধারণকে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে অনুরোধ করেন।

এ সময় জনসাধারণকে সচেতন করতে মাইকিংও করা হয়।

এসময় ট্রাফিক পুলিশ সদস্যদের অনুরোধ অমান্য করেছেন এমন ৮৬ জনের কাছ থেকে জরিমানা আদায় করেন আদালত।

মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসাধারণকে সচেতন করতে ট্রাফিক বিভাগের এটা নিয়মিত কার্যক্রম। ট্রাফিকের চারটি বিভাগে তিনদিন করে মাসে মোট ১২ দিন এ অভিযান চলবে।  

তিনি বলেন, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রচারণার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। রাজধানীকে যানজটমুক্ত করতে ও দুর্ঘটনা কমিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এমন অভিযানের বিষয়ে ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বলেন, সীমাবদ্ধ লোকবলের মধ্যেও আমরা প্রতিনিয়ত জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন পয়েন্টে দড়ি দিয়েও জনসাধারণের অবাধ যাতায়াত আটকানোর চেষ্টা করেছি। কিন্তু এতে জটলা আরও বেড়ে যায়। বনানীর এই পয়েন্ট দিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ পারাপার হয়। অনেকে ঝুঁকির কথা জেনেও ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না। সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম চলছে।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ নাজম‍ুল আলম, মো. খোরশেদ আলম, নুসরাত জাহান মুক্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
পিএম/আরআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।