ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘আহসান উল্লাহ মাস্টার হত্যার আসামির অবস্থান শনাক্ত হয়নি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
‘আহসান উল্লাহ মাস্টার হত্যার আসামির অবস্থান শনাক্ত হয়নি’

জাতীয় সংসদ ভবন থেকে: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার প্রধান আসামি নূরুল ইসলাম দিপু ও দুই নম্বর আসামি সৈয়দ আহাম্মেদ মজনুর বিরুদ্ধে রেড এলার্ট জারির সাড়ে ৭ বছর পার হলেও আসামিদের অবস্থান শনাক্ত করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন।

আসামিদের অবস্থান শনাক্ত হওয়া মাত্র তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

২০০৯ সালে ইন্টারপোলে এই দুই আসামির বিরুদ্ধে রেড অ্যালার্ট  জারি করা হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে আহসান উল্লাহ মাস্টারের ছেলে গাজীপুর-২  আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। বিকেল পৌনে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
 
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের ১৯ জুলাই গাজীপুর পুলিশ সুপারের আবেদনের প্রেক্ষিতে এনসিবি-ঢাকা এর অনুরোধে ইন্টারপোল সদর দপ্তর থেকে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর নূরুল ইসলাম দিপুর বিরুদ্ধে রেড নোটিশ (কন্টোল নং-৩২২৬/৯-২০০৯) এবং সৈয়দ আহাম্মদ মজনুর বিরুদ্ধে রেড নোটিশ (কন্টোল নং ৩২২৪/৯-২০০৯) জারি করা হয়।

রেড নোটিশ দু’টি ইন্টারপোল ১-২৪/৭ নেটওয়ার্ক এবং পাবলিক ওয়েবসাইটে বিশ্বব্যাপী আসামি দুজনের শনাক্তকরণ ও গ্রেফতারের বিষয়ে প্রকাশিত হয়েছে। রেড নোটিশধারীদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। আসামিদের অবস্থান শনাক্ত হওয়া মাত্র দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসএম/‌এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।