ভালোবাসা দিবসে তারা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে গোলাপ ও রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে বলে শুভেচ্ছা তোমাকে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গাংনী উপজেলা শহরের ট্রাফিক মোড়ে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে গোলাপ ও রজনীগন্ধার স্টিক তুলে দেন পুলিশ সদস্যরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের উদ্যোগে এ আয়োজন করে গাংনী থানা পুলিশ।
গাংনী বাজারে উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও শংকর কুমার ঘোষ, মামুনুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন খলিফা, জাহিদ হাসান, কামরুল হাসান, কামরুন্নাহার, নারী পুলিশ সদস্য ময়না ও বিউটিসহ পুলিশ সদস্যরা পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গাংনী থানার এসআই শংকর কুমার বাংলানিউজকে জানান, গাংনী থানার ওসি আনোয়ার হোসেনের পক্ষ থেকে এ ফুল বিতরণের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরবি/আরএ