মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধনপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। এতে এ ইউনিয়নের ৪৩টি গ্রামের মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
ধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরনাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার।
এছাড়াও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতির পরিচালক মো. ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি/আরএ