ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসার গল্প লিখে পুরস্কার পেল ১০ তরুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ভালোবাসার গল্প লিখে পুরস্কার পেল ১০ তরুণ তরুণ লেখকদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাজিদ উল হক আবীর, রিফাত রহমান পাপড়ি, রাকিব হাসান শাওন- এ নাম তিনটি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও কাছের প্রতিবেশি ছাড়া আরও কারো কাছে পরিচিত নয়। তবে এদের তিনজনই নিজেদের নাম উচ্চকিত করে যেতে পারেন বাংলা ভাষাভাষী মানুষের কাছে।

সম্ভবনার কথা এজন্যই বলছি যে, এরা তিন জনই দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠে ‘ওয়াল্টন ভালোবাসার গল্প’ লিখে পুরস্কার জিতে নিয়েছেন। ওদের সঙ্গে আরও সাত তরুণ লেখক পেয়েছেন সান্তনা পুরস্কার।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে সেরা ১০ জনকে বিশ্ব ভালোবাসা দিবস মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট মিডিয়াগ্রুপ মিলনায়তনে ডেকে আনা হয়। ঘোষণা করা হয় সেরা তিন জনের নাম।

ভালোবাসার গল্প ‘ছয় তারে ভালোবাসা’ লিখে প্রথম হন সাজিদ উল হক আবীর। ‘দ্বিধা’ লিখে দ্বিতীয় হন রিফাত রহমান পাপড়ি আর ‘শেষ চিঠি’ লিখে তৃতীয় হন রাকিব হাসান শাওন। ওয়ালটনের সৌজন্যে এ তিন লেখকের হাতে প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ ও তৃতীয় পুরস্কার হিসেবে টেলিভিশন তুলে দেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

সেরা দশে থাকা বাকি সাত বিজয়ী পান ওয়ালটন মোবাইল সেট। এরা হলেন, রুফায়েল মিয়া, জাকির হোসেন, কথা ঘোষ, নাজমুল ইসলাম, মুহম্মদ আল আরাফাত, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিক ও সুহী আহমেদ সুসান।

তরুণ লেখকদের উদ্দেশে ইমদাদুল হক মিলন বলেন, সর্বত্রই প্রেম এবং ভালোবাসা আসে। তোমরা যারা লিখবে, তাদের কাছে একটাই অনুরোধ, যতটা না লিখবে, তার চেয়ে পড়বে দশ গুণ, এক শ’ গুণ বেশি। এটাই তোমাদের জন্য আমার এক মাত্র সাজেশন। এ উপায় অবলম্বন করলে তোমাদের মধ্যে অনেকেই লেখক হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেড/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।