মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধাইরখাতা এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাঘাট ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মহসিন আলী টিটু বাংলানিউজকে জানান, ধাইরখাতা এলাকার নুর ইসলাম বসতভিটার সীমানায় বাঁশের বেড়া দিতে গেলে প্রতিবেশী শামসুল ইসলাম বাধা দেন।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত সপুর আলীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই