ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

২০২১ সালে নতুন আদমশুমারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
২০২১ সালে নতুন আদমশুমারি

জাতীয় সংসদ ভবন থেকে: ২০২১ সালে নতুন করে আদমশুমারি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে উত্থাপিত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে সর্বশেষ আদশুমারি ২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ শুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। আবার ২০২১ সালে নতুন করে  আদমশুমারি করার পরিকল্পনা রয়েছে।
 
মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশের দারিদ্র্য কমলেও নগর দারিদ্র্য এ সময়ের বড় চ্যালেঞ্জ। কারণ, নগরের বস্তিবাসীরা এখনও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দেশে নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশে শহরমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।

সরকার নগরের ওপর চাপ কমাতে দেশের বিভিন্ন স্থানে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জেলায় ১শ’ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে ওই সব স্থানে কাজের সুযোগ বাড়বে। ফলে শহরমুখী লোকের সংখ্যা কমে আসবে।

মো. আবুল কালামের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নানা প্রকার দরিদ্রবান্ধব কর্মসূচি ও পরিকল্পনার ফলশ্রুতিতে দেশে দারিদ্র্যের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। আমাদের সার্বিক প্রচেষ্টায় প্রতি বছর প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে বাংলাদেশে দারিদ্র্য কমে আসছে।
 
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সাল নাগাদ দারিদ্র্যের হার হবে ১৮ দশমিক ৬ শতাংশ। যেখানে অতি দারিদ্র্যের হার ৮ দশমিক ৯ শতাংশ হবে বলেও উল্লেখ করেন তিনি।

** ‘আহসান উল্লাহ মাস্টার হত্যার আসামির অবস্থান শনাক্ত হয়নি’

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসএম/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।