শিশুপার্কও দখলে যুগলে যুগলে/ছবি-বাংলানিউজ
ঢাকা: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে রাজধানীর বিনোদনকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বইমেলা প্রাঙ্গণ প্রেমিক যুগলদের পদচারণায় মুখর। বাদ যায়নি শিশুপার্কও। শিশুদের রাইড, হেঁটে, খেলে বেড়ানোর জায়গাগুলো অনেকটাই দখলে যুগলদের।
পার্কে ঢুকে দেখা যায়, কেউ হাত ধরে একসঙ্গে হাঁটছেন, কেউ শিশুদের রাইডে চড়ে আনন্দ ভাগ করে উপভোগ করছেন দিবসটি।
যাত্রাবাড়ী থেকে সুস্মিতাকে নিয়ে ঘুরতে এসেছেন হাবিব।
উপলক্ষ ভালোবাসা দিবস উদযাপন। জানতে চাইলে হাবিব বলেন, সারাদিন ঘুরেছি। সবখানেই মানুষের ভিড়। শিশুপার্কে লোকজন কম। তাই ওকে নিয়ে এখানে এলাম। পার্কের গোলচত্বরের বটগাছের ছায়ায় বসা আরেক যুগল। ভালোবাসা দিবস উদযাপনে শিশুপার্ক কেন বেছে নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, এখানে একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করা যায়। আব্বু-আম্মু দেখার ভয় নেই।
তবে শিশুপার্কে প্রেমিক যুগলদের আনাগোনার ঘোর বিরোধিতা করলেন কয়েকজন অবিভাবক।
মধুবাগ থেকে মেয়েকে নিয়ে এসেছেন লিমা আক্তার। বলেন, এটা মোটেও উচিত নয়। আমাদের শিশুরা এসব দেখছে। ওরাও তো এসবই শিখবে।
এ বিষয়ে কর্তৃপক্ষের কড়া নজরদারি প্রয়োজন মন্তব্য করে বলেন, মাঝে মধ্যে আমরাই বিব্রতবোধ করি ছেলেমেয়েদের এসব কাজ দেখে। শিশুরা তো নিশ্চয় ভালো কিছু শিখবে না।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
জেডএফ/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।