মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মণের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শ্যামল বর্মণ, জেলার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, সহ-সভাপতি সুমন বর্মণ, ধনঞ্জয় বর্মণ, ওসমান গণি মুন, রাকিবুল ইসলাম, সুমি রায় প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এদিন বিশাল ছাত্র সমাবেশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বটতলা থেকে শিক্ষা ভবনমুখী মিছিলে গুলি চালায় পুলিশ। ছাত্রদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে নিহত হন বেশ কয়েকজন ছাত্র। আহত হন অনেকেই।
বক্তারা আরও বলেন, এরপর থেকে স্বৈরাচারবিরোধী প্রতিরোধ দিবস পালন হয়ে আসছে। কিন্তু সেই চেতনা আজও বাস্তবায়িত হয়নি।
তাই অবিলম্বে এর বিরুদ্ধে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমবিএইচ/এএটি/এএ