তিনি বলেছেন, একটা এসএমএস করবেন যে অমুক আইসা টাকা চাইছে। একটা এসএমএস করবেন যে অমুক জোর করে এটা করতেছে।
গত ২ জানুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত শেডের উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই শেড উদ্বোধনের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে দোকান বরাদ্দ দেওয়া হয়।
আনিসুল হক বলেন, কেউ যদি আইনের বাইরে গিয়ে কিছু করে, আপনাদের বহু লোকের কাছে আমার ফোন নম্বর আছে, সবার ফোন নম্বর আছে। একটা এসএমএস করবেন এর বেশি কিছু নয়।
নিজের মোবাইল নম্বর ছাড়াও সংশ্লিষ্টদেরও এসএমএস করার কথা বলেন মেয়র।
বিভিন্ন সংগঠনের নেতাদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, নেতাদের সম্পর্কে অনেক রকমের কথা শোনা যায়। আপনারা নেতা হয়েছেন কারণ লোক আপনাদের পছন্দ করে। আপনারা সৌহার্দ্যশীল থাকুন। এক্সপ্লয়েড করবেন না দয়া করে।
অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, স্পষ্ট বাংলা কথা, কোনো অনিয়ম হতে দেবে না সিটি করপোরেশন। কোনো পলিটিকস হতে দেবে না সিটি করপোরেশন। আমরা কারও শত্রু না। আমরা সবার বন্ধু হয়ে কাজ করতে চাই। আমরা চাই শৃঙ্খলা মতো কাজ হোক।
মেয়র বলেন, আপনারা আমাদের ভোট দিয়েছেন আপনাদের সহযোগিতা করার জন্য। ঢাকা শহরের যেখানে যান দেখেন আমরা কিভাবে কাজ করছি। দেখেন সিটি করপোরেশন কতো বদলে গেছে আগের তুলনায়। আপনাদের সঙ্গে আমরা কতো বন্ধু ভাবাপন্ন হচ্ছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু চাওয়ার থাকে, কোনো দাবি থাকে আসেন সিটি করপোরেশনে, আপনাদের নির্বাচিত প্রতিনিধি আছেন। আসুন আলোচনার মাধ্যমে আমরা পরস্পরের সাহায্য করি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ উন্নয়ন খাত থেকে ৩৬ লাখ টাকা ব্যয়ে ইটের ফ্লোর, বাঁশ ও ত্রিপল দিয়ে ওই ৩টি অস্থায়ী শেড নির্মাণ করা হয়। অস্থায়ী শেডের এ ব্লকে ৬৪টি, বি ব্লকে ১৮টি এবং সি ব্লকে ২২৪টি দোকান নির্মাণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৯১ ব্যবসায়ীকে এসব দোকান বরাদ্দ দেওয়া হয়।
বহুতল মার্কেট নির্মাণ পর্যন্ত অস্থায়ী শেডে ব্যবসায়ীরা ব্যবসা করবেন বলে জানান মেয়র।
প্রতীকী হিসাবে কয়েকজন ব্যবসায়ীর হাতে বরাদ্দের কাগজ তুলে দেওয়ার পর মার্কেট ঘুরে দেখেন আনিসুল হক।
অনুষ্ঠানে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমইউএম/এইচএ/