মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার শুরুতেই এসব কথা বলেন তিনি।
দেশের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল।
‘আমি বলেছি, পদ্মাসেতুর বিষয়ে বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাদের মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে (সাবেক সেতু সচিব ও বর্তমান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূইয়া) জেল খাটতে হয়েছে। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে! একটা মানুষের জীবনে কতোটা আঘাত আসলে এটা হতে পারে। তার (সচিব) জীবনে মূল্যবান সময় জেলে কেটেছে। আমরা তার কাছ থেকে একটি বছর আরও ভালো সার্ভিস পেতে পারতাম। দেশকে তিনি আরও কিছু দিতে পারতেন। সেটি থেকে সচিব বঞ্চিত হয়েছেন’।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাকে বঞ্চিত করলেও এমন ধরনের ঘটনা আর যাতে না ঘটে, সবাইকে সে বিষয়ে সতর্ক হতে হবে। সবাইকে চারদিকে নজর রাখতে হবে।
দেশের উন্নয়নের কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের ভাগ্য গড়তে আমরা এখানে আসিনি, দেশের মানুষের ভাগ্য গড়তেই এসেছি। দেশের মানুষের ভাগ্য গড়াই আমাদের সরকারের মূল লক্ষ্য’।
এক ব্যক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নিয়ে একটা মিথ্যা অহেতুক অপবাদ দেওয়া হয়েছে। আমি মনে করি, এর পিছনে অন্য কোনো কারণ আছে। একজন ব্যক্তির স্বার্থে আঘাত লাগলো বলেই সেই ব্যক্তি দেশের একটা মুল্যবান প্রজেক্ট বাধা দেওয়ার চেষ্টা করলেন’।
‘পদ্মাসেতু হয়ে গেলে দেশ আরও এগিয়ে যেতো। যার ফলে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের সার্বিক উন্নতি হতো। জিডিপিতে (সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন) এক শতাংশের ওপরে যোগ হতো’।
পদ্মাসেতু ও জিডিপি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের জিডিপি’র প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ শতাংশ। সময় মতো পদ্মাসেতু শুরু করতে পারলে এতোদিন সম্পূর্ণ হয়ে যেতো। এতোদিন পদ্মাসেতু হয়ে গেলে আমরা ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দেখতে পারতাম। এ সম্ভাবনা ব্যহত করা হয়েছে। যাই হোক চড়াই- উৎরাই পার হয়ে আমাদের অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে। সকল কিছু মোকাবেলা করে আমরা এগিয়ে যাবো’।
পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগে সাবেক সেতু সচিব ও বর্তমান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূইয়াকে কারাগারে যেতে হয়েছিল।
**কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’
**এক ব্যক্তির স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে
**একনেকে ১১ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমআইএস/এএসআর