ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীচরে মালিকের কেচির আঘাতে কর্মচারী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
কামরাঙ্গীচরে মালিকের কেচির আঘাতে কর্মচারী আহত

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরে একটি স্যান্ডেল কারখানায় মালিকের কেচির আঘাতে রাজু মিয়া (২২) নামে এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রনি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। রাজু কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চাঁন মিয়ার ছেলে।

আহত রাজু বাংলানিউজকে জানান, ওই কারখানার চাকরি ছেড়ে দিতে চাইলে মালিক আব্দুল লতিফের সঙ্গে কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে মালিক তাকে ধারালো কেচি দিয়ে পিঠে আঘাত করেন।

পরে সহকর্মীরা রাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আহত রাজু মিয়ার পিঠে তিনটি আঘাতের চিহ্ন আছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সয়ম: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।