ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে পরীক্ষার্থীকে বহিষ্কার, ২ শিক্ষককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
রাজাপুরে পরীক্ষার্থীকে বহিষ্কার, ২ শিক্ষককে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে পাঠানোর দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুল এ জরিমানা করেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- ইসাহাকাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মো. ফারুক হোসেন ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রেজাউল করিম।

এর আগে রাজাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ১৬ নম্বর কক্ষে হাদিস পরীক্ষা শুরুর পরপরই কাঠিপাড়া দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থী প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দেয়।

খবর পেয়ে কেন্দ্রের ওই কক্ষে গিয়ে ইউএনও আফরোজা বেগম পারুল পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র দেখতে চান।

এতে পরীক্ষার্থী প্রশ্নপত্র দেখাতে না পারলে তাকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বরত দুই শিক্ষককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি দোষী শিক্ষকরা যেন কোনো পাবলিক পরীক্ষায় অংশ না নিতে পারে সে বিষয়েও আদেশ দেন ইউএনও।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।