মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শুটিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের বাসিন্দা রহম আলী (৫০) ও গয়াবাড়ী ইউনিয়নের মো. আজিজার রহমানের ছেলে আব্দুল কাদের (৩৫)।
ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) খুরশিদ আলম বাংলানিউজকে জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি/আইএ