একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলায় হত্যাকাণ্ডের শিকার শিশুটির মা রাবেয়া বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল আলম ওরফে বেলাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, গোলাপগঞ্জ থানার বাদেপাশা গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে আছাব আলী ওরফে ইছহাকের স্ত্রী রাবেয়ার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিলো একই এলাকার সাইফুল আলম ওরফে বেলালের। তাদের পরকীয়া সম্পর্ক রাবেয়ার মেয়ে সায়মা বাবা আছাব আলী ওরফে ইছহাককে বলে দেয়। সাইফুল আলমকে তার বাড়িতে আসতে নিষেধ করেন ইছহাক।
এরই জের ধরে ২০০৬ সালের ৫ মে বিকেলে রাস্তার পাশে খেলতে থাকা সায়মাকে ডেকে স্থানীয় হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসার পেছনে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী আজির উদ্দিনের বাড়ির শৌচাগারের ট্যাঙ্কিতে তার মরদেহ ফেলে দেয় সাইফুল।
এ ঘটনায় শিশুর বাবা ইসহাক বাদী হয়ে সাইফুল আলম বেলাল ও রাবেয়া বেগমকে আসামি করে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা (৪ (৫)’০৬) দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৬ সালের ২৭ জুলাই সাইফুল ও রাবেয়াকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে মামলাটির বিচারকার্য শুরু হয়। ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি সাইফুলকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও আসামি রাবেয়াকে বেকসুর খালাস দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট বেলাল উদ্দিন ও আসামিপক্ষে অ্যাডভোকেট মোছা. আছমা বেগম ও অ্যাডভোকেট আয়শা বেগম।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এনইউ/এএটি/আরআই