ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্পিকারকে পাটের শাড়ি উপহার দেবেন প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
স্পিকারকে পাটের শাড়ি উপহার দেবেন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে পাট বিল-২০১৭ পাসের আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর উদ্দেশে রসিকতা করে পাটের শাড়ি চেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পক্ষান্তরে স্পিকারকে পাটের শাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের বিরতির আগে সংসদ সদস্যদের জনমত যাচাই-বাছাই করার প্রস্তাব নাকচ করে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাটের হারানো গৌরব ফিরে আসবে। আপনারা পাটকে বেশি করে ভালোবাসুন।

প্রতিমন্ত্রীর কথা শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাসতে হাসতে বলেন, মাননীয় মন্ত্রী পাটের স‍ুতা দিয়ে আপনারা শাড়ি তৈরি করছেন। এ শাড়ি আমাদের কাছে পৌঁছালে পাটের প্রতি ভালোবাসা আরও বাড়বে।

এ রসিকতায় অংশ নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, আশা করি আগামী ভালোবাসা দিবসে সবাইকে পাটের লাল শাড়ি দেবেন প্রতিমন্ত্রী।
 
এরপর পাটের শাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আপনারা পাটের শাড়ি চেয়েছেন, বিজেএমসি’র মাধ্যমে আমাদের জুট মিল থেকে প্রথম যে শাড়ি উৎপাদন করব, সেই শাড়ি আপনাদের দেব।

স্পিকারের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার আগামী ৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পাট দিবস পালন করতে যাচ্ছি। পাট দিবস উপলক্ষে নয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পাট দিবসের আগে আমাদের উৎপাদিত পাটের শাড়ি আপনাকে উপহার দেব।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসএম/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।