মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী প্রদীপ কুমার রায়। এর আগে ভোরে সলঙ্গা থানার বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ওই এলাকার আইয়ুব আলী (৩৪), মজিবর রহমান (৩৬), হাসান আলী (২৫), সোহেল রানা (২৬) ও শামিম রেজা (১৯)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. হাসিবুল জানান, ভোরে বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৬ বোতল ফেনসিডিল, ৩১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৩৫০ টাকাসহ ওই পাঁচজনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরবি/