মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বাবুল হোসেন ওই গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে বাবুল হোসেন তামাক জ্বালানোর ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মিরপুর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৭
এজি