ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে ৪ শিশু হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বাহুবলে ৪ শিশু হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহর আদালতে মামলার পাঁচ আসামিকে হাজির করা হয়। পরে বিকেলে একজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) পরবর্তী তারিখ ধার্য করা হয়।

এ মামলায় মোট ৫৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩০ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

জেলা শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বাংলানিউজকে জানান, আদালতে আসামি আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়।

এ মামলায় আট আসামির মধ্যে কারাগারে পাঁচজন ও পলাতক রয়েছেন তিনজন। পলাতকরা হলেন- উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)।

পাঁচদিন পর বাড়ির পাশে একটি বালুছড়া থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হয় গত ১২ ফেব্রুয়ারি (রোববার)। দ্রুত বিচারের মাধ্যমে তিন মাসের মধ্যে এর বিচার শেষ করার আশ্বাস দেওয়া হলেও এক বছরেও শেষ হয়নি বিচারকার্য।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।