ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের পাশ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বাংলানিউজকে জানান, ওই তরুণীর শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএএএম/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।