মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মালেককে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে র্যাব। পরে র্যাবের দায়ের করা মামলায় বিকেল ৪টার দিকে আব্দুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আব্দুল মালেক ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামের আবু তালেব মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, র্যাব-১৩ ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের সীমান্তবর্তী পূর্বভোটহাট এলাকার আশরাফ আলীর বাড়ির কাছে অভিযান চালিয়ে মালেককে আটক করে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র পণ্ডিত বাংলানিউজকে জানান, র্যাব-১৩ এর পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে মালেকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৭
এজি/আরআই