ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশবিরোধী শত্রুদের শক্ত হাতে দমন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা জনগণকে অবহিতকরণ ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ আমেরিকা-ইউরোপকে ছাড়িয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন সময়  এসেছে  দলীয় নেতাকর্মীদের একতাবদ্ধ হওয়ার।

সরকার নানামুখী উন্নয়ন করে নির্দিষ্ট সময়ের আগেই দেশকে মধ্যম আয়ের পথে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার এখন খাদ্য রপ্তানি করছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।

 

বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৭১টি দেশে রপ্তানি হচ্ছে। আর হাসপাতাল, হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান অনেক বেড়েছে। ফলে মানুষের গড় আয়ু এখন ৭১ বছরে উন্নীত হয়েছে। একবিংশ শতাব্দীর মানুষ উন্নয়নে বিশ্বাসী। আর উন্নয়ন চায় বলেই এদেশের জনগণ বারবার উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. মনজুর রহমান, জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বকুল সরকার ও ইউএনও শফিকুল ইসলাম।

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীসহ মোট ৬৫ জনকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।