ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৩২ নারী-পুরুষকে চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৩২ নারী-পুরুষকে চেক বিতরণ ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৩২ নারী-পুরুষকে চেক বিতরণ

বরিশাল: ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ নারী-পুরুষের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রকল্প কর্মসূচির আওতায় ৩২ নারী-পুরুষের মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকা দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেনসহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।