মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদক সিলেটের সহকারী পরিচালক মঞ্জুর মুর্শেদ সোহেল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দুদক সিলেটের পরিচালক শিরিন সুলতানার নেতৃত্বে একটি দল জেলা প্রশাসন কার্যালয়ের তৃতীয় তলায় ৩০৭ নম্বর কক্ষে অভিযান চালায়। অভিযানে ঘুষ নেওয়ার সময় আবদুল আজিজকে হাতেনাতে আটক করে দুদকের দল। পরে তাকে নিয়ে আসার সময় জেলা প্রশাসনের কর্মচারীরা বাধা দিলে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মীরা দুদক দলের ওপর হামলা চালায়। এতে দুদকের কর্মকর্তাসহ তিনজন আহত হন।
পরে আটক আব্দুল আজিজকে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
এদিকে, ঘটনার রাতেই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করে দুদক। ঘটনার তদন্তে দুদকের মহাপরিচালক (বিশেষ) আসাদুজ্জামান শনিবার সিলেট আসেন। পরদিন তিনি জেলা প্রশাসন কার্যালয় তথা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় আব্দুল আজিজকে বরখাস্ত করা হয় এবং সিলেটের জেলা প্রশাসককে বদলি করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এনইউ/এসআরএস/আরআই