মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওগাঁ জেলার রানী নগর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে চিকিৎসার জন্য মেহেদীকে
ঢামেকে নিয়ে আসে তার পরিবার।
শিশু মেহেদীর বাবা আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, আমার তিন সন্তান।
মেহেদীর দুই হাত দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে চামড়ার উপরে অসংখ ছোট ছোট দানা বেরিয়েছে। বেশ কয়েক মাস যাবৎ শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে বলে জানান আবুল কালাম আজাদ।
তিনি আরও জানান, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মেহেদী। কিন্তু এ রোগের কারণে তাকে লেখাপড়ায়ও ইতি টানতে হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, শিশু মেহেদীকে চর্ম বিভাগে পাঠানো হয়েছে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/এসআরএস/এএ