মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার মুকবুল হাকিমের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাফিজুল চাঁপাইনবাবগঞ্জের নাজিরপুর উত্তর পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদ মিয়া বাংলানিউজকে জানান, হাফিজুল ভাড়ায় রিকশা চালিয়ে পরিবার নিয়ে মুকবুল হাকিমের ভাড়া বাসায় থাকতেন। কিন্তু দারিদ্রতা কারণে হাফিজুল প্রায়ই হতাশাগ্রস্ত থাকতেন।
এদিকে দুপুরে হাফিজুলের নিজ কক্ষের আড়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি