মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল আহমেদ এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার চাদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তৈয়ব, একই গ্রামের ইমন, মমিন, মিরাজ ও আরিফ।
ইউএনও জালাল আহমেদ বাংলানিউজকে জানান, উপজেলার আড়ালিয়া গ্রামের একটি বাড়িতে জুয়া খেলা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রকাশ্যে জুয়া আইনের ১৮৬৪ এর ৪ ধারায় পাঁচ জুয়াড়িকে দশ দিন করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ইউএনও।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি