ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নুরুল হুদা কমিশনের প্রথম বৈঠক বৃহস্পতিবার

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
নুরুল হুদা কমিশনের প্রথম বৈঠক বৃহস্পতিবার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ নির্বাচন কমিশন

ঢাকা: দায়িত্ব নেওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালেই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠকটি ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদৎ হোসেন।

ইসি সচিব বাংলানিউজকে জানান, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য ইসির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ইসি সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা ছাড়াও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে পরিচিতি পর্ব ছাড়াও অদূর ভবিষ্যতের নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনাও হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় ইসিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর ৬ মার্চ রয়েছে সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন। আর তারপর ২২ মার্চ গাইবান্ধ-১ আসনের উপ-নির্বাচন।

এসব নির্বাচন সম্পন্ন করার মধ্যে আবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে নতুন কমিশনকে। আর সবগুলো নির্বাচনই হচ্ছে দলীয় নির্বাচন। তাই রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে দায়িত্ব নিয়েই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নতুন কমিশনকে।

ইতোমধ্যে বিএনপি থেকে অভিযোগ উঠেছে বর্তমান সিইসি ছাত্রলীগের কর্মী ছিলেন; তার ওপর সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না। এই অবস্থায় দায়িত্ব নিয়েই নতুন কমিশন এসিড টেস্টে পড়ছে ইসি কর্মকর্তারা মনে করছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি দলও ইতোমধ্যে বলেছে, এখন কোনো মূল্যায়ন নয়। কাজ দেখেই নুরুল হুদা কমিশনের মূল্যায়ন করা হবে।

এদিকে দায়িত্ব পালনে কোনো সমস্যার মধ্য দিয়ে গেলে নতুন কমিশনকে সহায়তা করবেন জানিয়েছেন সদ্য বিদায়ী নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে বলেন, নতুন কমিশন যেকোনো সহায়তা চাইলে পাবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ইইউডি/জিপি/আইএ

** বুধবার শপথের পর দায়িত্ব নেবে নতুন ইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।