ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে ময়মনসিংহ কলেজ চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে ময়মনসিংহ কলেজ চ্যাম্পিয়ন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে চ্যাম্পিয়ন ছাত্র-ছাত্রীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ঢাকা শিক্ষা বোর্ডের আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ কলেজ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দর এক বিজ্ঞপ্তিতে বিজয়ী দলকে অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকাস্থ মোহাম্মদপুরের শারিরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভলিবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে রাজধানীর মাইলস্টোন কলেজ ও ময়মনসিংহ কলেজ মুখোমুখি হয়। খেলা শেষে ২-০ সেট এ চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ কলেজ।

বিজ্ঞপ্তিতে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ব কাছে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান এস এম সফিকুল হায়দর।

এছাড়া খেলাধুলায় এ সাফল্য অর্জন করায় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন কলেজ গভনিং বডির সভাপতি আমিনুল হক শামীম, উপাধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন’সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।