মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দর এক বিজ্ঞপ্তিতে বিজয়ী দলকে অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকাস্থ মোহাম্মদপুরের শারিরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভলিবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ব কাছে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান এস এম সফিকুল হায়দর।
এছাড়া খেলাধুলায় এ সাফল্য অর্জন করায় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন কলেজ গভনিং বডির সভাপতি আমিনুল হক শামীম, উপাধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন’সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএএএম/ওএইচ/