মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেওথা এলাকার কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফের একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছেন সদর উপজেলার ইউএনও।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খোন্দকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও মোহাম্মদ শাহাদত খোন্দকার বাংলানিউজকে জানান, র্দীঘদিন ধরে কালিগঙ্গা নদীতে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে কয়েকজন ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কালিগঙ্গা নদীতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী আগেই পালিয়ে যান। তাই ড্রেজার মেশিনটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ড্রেজার মেশিনের মালিকের কোন পরিচয় পাওয়া যায়নি।
এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে একই উপজেলার বেংরুয়া এলাকার দু’টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলেও জানান ইউএনও।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।