ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাসেলসে বুধবার বাংলাদেশ-ইইউ সংলাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ব্রাসেলসে বুধবার বাংলাদেশ-ইইউ সংলাপ

ঢাকা: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার (ফেব্রুয়ারি ১৫) ‘রাজনৈতিক বিষয়াদি’ নিয়ে দ্বিপক্ষীয় সংলাপে বসছে। ইইউ’র সদর দপ্তর ব্রাসেলসে এই সংলাপ হবে। সংলাপে নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার- এ চার ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে নিরাপত্তার প্রশ্নে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার হুমকি এবং উত্থান চেষ্টার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এজেন্ডায় স্থান পেতে পারে অভিবাসন, বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সহায়তার মতো দ্বিপক্ষীয় ইস্যুগুলোও।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই আলোচনায় এবারে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক।

তার সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

সংলাপে অংশ নিতে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র সচিব ব্রাসেলসের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। ব্রাসেলস থেকে তিনি জার্মানি যাবেন। সংলাপ শেষে পররাষ্ট্র সচিব জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠেয় সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগ দেবেন।

সূত্র জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার সুরক্ষায় ইইউ জোটের নানামুখী কার্যক্রম রয়েছে। গত ২০ ডিসেম্বর ব্রাসেলসে সুশাসন ও মানবাধিকার বিষয়ক বাংলাদেশ-ইইউ সাব গ্রুপের বৈঠক হয়। সেখানে স্বাধীন, নিরপেক্ষ ও দক্ষ নির্বাচন কমিশন গঠনের তাগিদ দিয়েছিল ইইউ। এছাড়া সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ‘নির্দলীয়’ একটি কমিশন গঠনের আহ্বান ছিল ইউরোপীয় ইউনিয়নের। বাংলাদেশে আইনের শাসন ও প্রয়োগ, সংখ্যালঘুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মৃত্যুদণ্ড, রোহিঙ্গা পরিস্থিতি, পার্বত্য শান্তিচুক্তি, নারী ও শিশু অধিকার, শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ও সুষ্ঠু শ্রম ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল সেই বৈঠকে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ১৪  ফেব্রুয়ারি, ২০১৭
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।