পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই আলোচনায় এবারে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক।
তার সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।
সূত্র জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার সুরক্ষায় ইইউ জোটের নানামুখী কার্যক্রম রয়েছে। গত ২০ ডিসেম্বর ব্রাসেলসে সুশাসন ও মানবাধিকার বিষয়ক বাংলাদেশ-ইইউ সাব গ্রুপের বৈঠক হয়। সেখানে স্বাধীন, নিরপেক্ষ ও দক্ষ নির্বাচন কমিশন গঠনের তাগিদ দিয়েছিল ইইউ। এছাড়া সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ‘নির্দলীয়’ একটি কমিশন গঠনের আহ্বান ছিল ইউরোপীয় ইউনিয়নের। বাংলাদেশে আইনের শাসন ও প্রয়োগ, সংখ্যালঘুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মৃত্যুদণ্ড, রোহিঙ্গা পরিস্থিতি, পার্বত্য শান্তিচুক্তি, নারী ও শিশু অধিকার, শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ও সুষ্ঠু শ্রম ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল সেই বৈঠকে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
কেজেড/আরআই