ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ফজলু শেখ (২২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বহরপুর-রামদিয়া সড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফজলু শেখ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের আফছার আলী শেখের ছেলে।

ফজলু শেখের দুলাভাই আসলাম বাংলানিউজকে জানান, ফজলু শেখ মঙ্গলবার বিকেলে বহরপুর বাজার থেকে ভ্যানে করে একজন যাত্রী নিয়ে রামদিয়ার দিকে যাচ্ছিলেন। পথে নারায়ণপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজলু শেখ, মোটরসাইকেল চালক ও এক ভ্যানযাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফজলু শেখ মারা যান।

রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আহত দু’জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।