ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে বসন্তবরণ ও পিঠা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
লালপুরে বসন্তবরণ ও পিঠা উৎসব লালপুরে বসন্তবরণ ও পিঠা উৎসব-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের লালপুর উপজেলা চত্বরে নানা আয়োজনে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় মহিলা ক্লাবের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুন এ উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ক্লাবের সভাপতি নিগার উম্মে রেশমা।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, সমাজসেবা কর্মকর্তা মাসুমা হাসনাত ও মহিলা ক্লাবের আছিয়া জয়নুল বেনু প্রমুখ।


 
উৎসবে ২১টি স্টলে পুলি, ভাপা, পাটিসাপ্টা, জিরা পিঠা, ডালের পিঠা, জামাই পিঠাসহ নানা ধরনের পিঠা স্থান পায়। পরে স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।