মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আল মামুন শুভ্র লালমনিরহাট শহরের মিশন মোড়ের ব্যবসায়ী সীমান্ত আবাসিক হোটেল মালিক আশরাফ আলী লালের ছেলে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাপ্টিবাড়ি ডিগি কলেজ এলাকা থেকে পাঁচ পুড়িয়া হেরোইনসহ শুভ্রকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি