ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রহরী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রহরী নিহত

বগুড়া: বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৩০) নামে একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস বগুড়ার শিবগঞ্জ উপজেলার পঞ্চদাস বাসা এলাকার ইউনুস আলীর ছেলে।


 
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, জহুরুল কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠায়।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান এসআই শাহ আলম।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।