ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ‍

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ছাগলনাইয়ায় ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ‍ ছাগলনাইয়ায় ৩ হাজার কেজি জাটকা জব্দ

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় ৩ হাজার কেজি জাটকাসহ একটি ট্রাক জব্দ ও দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জের ঘোপালে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন- ট্রাক চালক রফিকুল ইসলাম (৩৭) ও হেলপার ইয়াসিন (২৭)।

ভ্রাম্যমান আদালত স‍ূত্র জানায়, ছাগলনাইয়ার ঘোপালে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩ হাজার কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়। তাদের প্রত্যেকের এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, সহকারী কমিশনার ও উপজেলা ভূমি কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম। আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. আলীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।