ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগ মাদারটেক নতুনপাড়া এলাকায় মৌসুমী আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)  রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

গৃহবধূ মৌসুমী নাটোর সদর উপজেলার কৈগাড়ি কেষ্টপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে।

বিয়ের পর থেকে মাদারটেক নতুনপাড়া এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে স্বামী গোলাম রব্বানীর সঙ্গে থ‍াকতেন। স্বামী ষ্টামফোর্ড কলেজে শিক্ষাকতা করেন।

স্বামী রব্বানী বাংলানিউজকে বলেন, রাতে ফুল নিয়ে বাসায় এসে স্ত্রীকে খাবার গরম করতে বলেন। মৌসুমী খাবার গরম করে টেবিলে রেখে দেয়। খাবার ঠান্ডা ভেবে হাত দিলে হাত পুড়ে যায়। পরে স্ত্রীকে গালাগাল করেন। অভিমানে রাত সাড়ে ৮টার দিকে পাশের রুম বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

টের পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১১টার মৃত ঘোষণা করেন।

মৌসুমীর ভাগিনা সোহাগ মিয়া বলেন, গত ৮ বছর আগে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। ৬ বছরের একটি ছেলে সন্তান আছে তাদের।

সোহাগ অভিযোগ করে বলেন,  তার খালু নিজেকে পীর দাবি করেন। আমার খালা ফাঁসি দিতে পারে না তাকে হত্যা করা হয়েছে।
মেডিকেল ক্যাম্প পুলিশের এএসআই  বাবুল মিয়া জানান, সৌসুমীর গলায় দাগ ছারাও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী গোলাম রব্বানীকে আটক করা হয়েছে।


বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজেডএস/বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।