মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলানিউজে এ তথ্য জানান, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার দিন থেকে রাত পর্যন্ত অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ২২ কেজি গাঁজা ও ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এর মধ্যে কেন্দুয়া উপজেলায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে মো. সঞ্জু মিয়া ও মো. শাহিন মিয়াকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পূর্বধলা উপজেলা থানা পুলিশ ২২ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। নেত্রকোনা শহরের চকপাড়া থেকে ১৯ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী হুসনে আরা ও উকিল পাড়া থেকে ৩ গ্রাম হিরোইনসহ মো. লাসু মিয়াকে আটক করে পুলিশ।
এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩/৪ টি করে মামলা রয়েছে। এবার আটকের পরও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নেত্রকোনাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এএসপি।
বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএস