বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় মাহবুবের বাসায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত বাবলু টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সারেঙ্গা গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে।
আহতরা হলেন-গৃহকর্তা মাহাবুব, তার স্ত্রী আছমা ও মেয়ে মেহেরুন। তাদের মধ্যে আছমা ও মেহেরুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাহাবুবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আছমা বাংলানিউজকে জানান, রাতে অসুস্থ স্বামী মাহবুবকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে বাড়ির মূল ফটকে কয়েকজনের কথাবার্তার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। পরে বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে কাউকে না দেখে আবার ঘুমাতে যান। এসময় ঘরের টিনের চাল খোলা দেখে সন্দেহ হয়। পরে বাড়ির গ্রিলের ভেতর এক পাশে রাসেলকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করলে রাসেল গলায় ছুরি ধরে টাকা ও গয়না দিতে বলে। টাকা গয়না দিতে চাইলেও রাসেল ধারালো ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে। এসময় পাশের ঘর থেকে বাবলু বের হয়ে তাকে বাধা দেন। এসময় বাবুলকে পেটে ও হাতে ছুরিকাঘাত করে রাসেল। পরে মেহেরুন ও মাহবুব এগিয়ে এলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাসেল। রাসেলকে একাই ঘরে দেখতে পেলেও বাড়ির প্রধান ফটকে আরও কয়েকজনের কথা বলার আওয়াজ পেয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, ২০ বছর আগে তাদের একটি ফাঁকা জমিতে রাসেলের পরিবারকে থাকতে দিয়েছিলেন। তিন বছর আগে তারা এখান থেকে চলে যায়।
স্থানীয়ারা জানান, মাদকাসক্ত রাসেল কয়েকদিন ধরে এলাকার বাইরে থেকে বাসের হেলপারের কাজ করতো। এছাড়া সে এই বাড়িতে দীর্ঘদিন থাকায় কক্ষের ভেতরের আসবাবপত্র সম্পর্কে ধারণা ছিল তার। সেই সুবাদে ডাকাতির উদ্দেশে সে ওই বাড়িতে ঢুকে থাকতে পারে।
পরে ডাকাতি করতে ব্যর্থ হলে কেয়ারটেকার ও পরিবারের তিন সদস্যকে জখম করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে ভাড়াটিয়ারা ছুটে এলে রাসেল পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাসেলের এই বাড়িতে আসা-যাওয়া ছিল। তবে ভোরে কি উদ্দেশে সে এ বাড়িতে এসেছিল তা জানা যায়নি।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের বাবা মতিন (৫৫) ও মা মিনুকে (৪২) আটক করা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি রাসলেকে আটক করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭/আপডেটেড:১৮১৭
আরএ