মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতভর উপজেলা প্রশাসনের সহায়তায় নৌ-পুলিশের সদস্যরা এ অভিযান চালায়।
আটক ৮ জেলেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্করের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণের প্রস্তুতি চলছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নৌ পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোতালেব জানান, জাটকা রক্ষার নিয়মিত অভিযানের অংশ হিসেবে হিজলার মেঘনায় এ অভিযান চালানো হয়।
আটক জেলেদের বাড়ি হিজলা উপজেলার বিভিন্ন এলাকায়।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/আরএ