ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় ৫০ মণ জাটকা জব্দ, ৮ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
হিজলায় ৫০ মণ জাটকা জব্দ, ৮ জেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ ও ৮ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতভর উপজেলা প্রশাসনের সহায়তায় নৌ-পুলিশের সদস্যরা এ অভিযান চালায়।

আটক ৮ জেলেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্করের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণের প্রস্তুতি চলছে।
 
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নৌ পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোতালেব জানান, জাটকা রক্ষার নিয়মিত অভিযানের অংশ হিসেবে হিজলার মেঘনায় এ অভিযান চালানো হয়।

আটক জেলেদের বাড়ি হিজলা উপজেলার বিভিন্ন এলাকায়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।