খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, পৌর এলাকার টেস্পু স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় জ্বালানি তেল বিক্রির ২টি দোকান, ২টি হোটেল ও টেম্পু শ্রমিক ইউনিয়নের অফিসসহ ৭টি প্রতিষ্ঠান পুড়ে যায়।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/আরএ