বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪২ নং মূল সীমানা পিলারের অভ্যন্তর থেকে তাকে নিয়ে যায় বিএসএফ।
মোখলেছুর রহমান পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার আফজাল হোসেনের ছেলে।
সীমান্ত সূত্রে জানা যায়, মোখলেছুর রহমান বুড়িমারী সীমান্তের ৮৪২ নং মূল সীমানা পিলারের অভ্যন্তরে ঘোরাফেরা করছিল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৬১ বিএসএফের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ