পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশের কাছে সেবাগ্রহীতাদের সেবা নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের বাংলানিউজকে জানান, নেত্রকোনা মডেল থানায় ক্যামেরা বসানো হয়েছে ১০টি। এছাড়াও এর আগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, বারহাট্টা, আটপাড়া, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও কেন্দুয়া প্রতিটি থানায় ৪টি করে মোট ৩৬টি ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুলিশ লাইনস। সেখানে রয়েছে ১৫টি সিসি ক্যামেরা। তারপরও কোনো থানায় পুলিশের কাছে সেবা নিতে গিয়ে কেউ প্রাপ্তি থেকে বঞ্চিত হলে মোবাইল ফোনে অথবা পুলিশ সুপার কার্যালয়ে সশরীরে চলে আসার কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ